Site icon SATV

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার স্বাধীন তদন্তেরও আহ্বান জানানো হয়।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এ আহ্বান জানান। সন্ধ্যায় তিনি তাঁর টুইটে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রেক্ষিতে এ আহ্বান জানান। ওই হামলার পর বিদেশী কূটনীতিকদের মধ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া জানালেন। মিয়া সেপ্পো লেখেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল– যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো দরকার। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে তিনি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

Exit mobile version