বিএনপির সময় আদালত সরকারের পকেটে ছিল, কিন্তু বর্তমানে বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি জানান, সর্বোচ্চ আদালতই খালেদা জিয়ার জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন আইনমন্ত্রী । এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ২১তম বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আনিসুল হক। এ সময় পাবলিক প্রসিকিউটরদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র রাষ্ট্রীয় মামলাগুলোর ক্ষেত্রে নয়, প্রতিটি মামলায় ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার মাধ্যমে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে কাজ করতে পারেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আইনমন্ত্রী আরো বলেন, পেশাগত উন্নয়নে জ্ঞান এবং দক্ষতার কোন বিকল্প নেই, তাই প্রতিটি প্রশিক্ষণে সবাইকে যত্নবান হওয়ার পরামর্শও দেন তিনি।