ফরিদপুর-কুয়াকাটা ফোরলেনসহ ১৭টি উন্নয়ন প্রকল্পে ১৪ হাজার ২শ’ কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেক।
দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য ভূমি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ফোরলেন নির্মাণের জন্য ৩০২ একর ভূমি অধিগ্রহণ করা হবে। প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে ১ হাজার ৮৬৮ কোটি টাকা। এতে লালনশাহ সেতুর মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী-রংপুর বিভাগের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।