প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে সরকার আর্ন্তজাতিকভাবে বিচ্ছিন্ন : সাইফুল হক
- আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গতকাল প্রধান মন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে সরকার আর্ন্তজাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন ও অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের দাবিতে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।
অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনসহ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।
২০১৪ এবং ১৮ সালের নির্বাচনের জন্য বাংলাদেশের উপর আমেরিকা ভিসা নীতি দিয়েছে, এতে সরকার দেশের মর্যাদা ক্ষুন্ন করেছে বলে অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি।
সরকারের পায়ের নিচে মাটি নেই, জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সরকার যে বাজেট দিয়েছে তা অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নৈরাজ্যের সৃষ্টি করবে।
প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রা নিয়ে মৎস্য ভবন পর্যন্ত যান গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে গাড়িতে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ কর্মসূচি শুরু করেন তারা।