ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন, বিএনপি চেয়ারপার্সন- খালেদা জিয়া। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি জানান, এবিষয়ে তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে তার ব্যক্তিগত চিকিৎসকদের সামনেই খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দিতে চায় সরকার। ইউনাইটেড হাসপাতালের চেয়ে ঢাকা সিএমএইচ ‘উন্নত ও সমৃদ্ধ’ উল্লেখ করে তিনি বলেন, এমন হাসপাতালের চিকিৎসা না নেয়ার পেছনে– অন্য কিছু কাজ করতে পারে। বিএনপি চেয়ারপার্সনের সব ধরণের সুচিকিৎসা দেয়ার বিষয়ে সরকার সম্ভাব্য সকল সুবিধা দেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।