টাঙ্গাইলে জোড়া খুনের মূলহোতাসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ১০:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখিপুরে ব্যবসায়ী শাহজালালসহ জোড়া খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী মোস্তফাসহ জড়িত দু’জনকে রাজধানীর মোহাম্মদপুর ও টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে রেব। সকালে কাওরানবাজার মিডিয়া সেন্টারে এ তথ্য জানান রেবের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন। রেব আরো জানায়, সমিতির ঋণ পরিশোধের টাকার জন্য হত্যা করা হয় টাঙ্গাইলের ব্যবসায়ী শাহজালাল ও তার চাচা মজনুকে।
টাঙ্গাইলের সখিপুরে দীর্ঘদিন ধরে মনোহারি ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করে আসছিল শাহজালাল। বাজারের জনপ্রিয় ব্যবসায়ী ছিলেন তিনি। আর তার চাচা মজনু মিয়া এলাকায় কৃষি কাজ করতেন।
হত্যার মূল পরিকল্পনাকারী মোস্তফা এলাকার একটি সমিতি থেকে ঋণ নিয়েছিলেন। সুদসহ সেই টাকা পরিশোধে খুঁজতে থাকেন অবৈধভাবে অর্থ সংগ্রহের পথ। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করতে থাকেন স্থানীয় ব্যবসায়ী শাহজালালকে। এরপর গত ১৯ জুলাই রাতে বাড়ী ফেরার পথে সুযোগ বুঝে ওই ব্যবসায়ীর পথরোধ করে টাকার জন্য হত্যা করা হয় শাহজালাল ও তার চাচাকে।
কাওরান বাজার মিডিয়া সেন্টারে এ তথ্য জানায় রেব।
রেব জানায়, হত্যার পর আসামী মোস্তফা ও আল আমিন টাঙ্গাইল ও ঢাকায় আত্মগোপন করে। পরে রেব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও রেব-১৪’র একটি দল আসামীদের গ্রেফতারে সক্ষম হয়।
আসামী মোস্তফা ও আল আমিন পেশায় রাজমিস্ত্রি বলে জানায় রেব।