ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবি সদস্য আখতারুজ্জামানকে আটক করেছে রেব।
ভোর ৫টা থেকে এই অভিযান শুরু করে সকাল সাড়ে ৯টায় সমাপ্ত ঘোষণা করা হয়। এসময় একটা ডামি বন্দুক ও বেশকিছু জেহাদি বই উদ্ধার করা হয়। রেব কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে কালুহাটি গ্রামের শরাফত হোসেনের বাড়িতে এই অভিযান চালানো হয়। খুলনা থেকে বোমা নিস্ক্রিয় দল রওনা হলেও, অভিযান শেষ করার কারণে তারা আর পৌঁছেনি।