চট্টগ্রামে সেন্টার অব এক্সেলেন্স ফর হেমাটোলজি এন্ড বোন মারো ট্রান্সপ্লান্ট নামে একটি নতুন সেন্টার উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বন্দরনগরীর সবচেয়ে বড় হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সেন্টার অব এক্সেলেন্স ফর হেমাটোলজি এন্ড বোন মারো ট্রান্সপ্লান্ট নামে একটি নতুন সেন্টার উদ্বোধন করা হয়েছে।
দুপুরে এক সংবাদ সম্মেলনে বলা হয় এই সেন্টারে এভারকেয়ার হসপিটাল ঢাকার সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর-হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ্ চিকিৎসা সেবা দেবেন। সেই সাথে প্রতি মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম এভার কেয়ারে রোগী দেখবেন। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, “রক্ত সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্য চট্টগ্রামবাসীদের আর কষ্ট করে রাজধানীতে যেতে হবে না