চট্টগ্রামে শুরু হয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ২১১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে শুরু হয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি। সকাল ৮টা থেকে অনলাইন ও অফলাইনে এই টিকেট বিক্রি শুরু হয়।
চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে মোট ১১৫টি টিকেট দেয়া হচ্ছে। টিকেট বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই সব টিকেট বিক্রি হয়ে যায় বলে জানান তিনি। বেশিরভাগ টিকেটই অনলাইনে সংগ্রহ করেছেন যাত্রীরা। প্রথমবারের মতো কক্সবাজারগামী এই যাত্রীবাহী ট্রেনে চট্টগ্রামের জন্য একটি এসি ও একটি ননএসি বগি বরাদ্দ দেয়া হয়েছে। টিকেট সংগ্রহ করে উচ্ছাস প্রকাশ করেন যাত্রীরা।