খুলনার কয়রা উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৭টার দিকে স্থানীয় ব্যক্তিরা বাগালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতদের ভাসমান লাশ দেখতে পান। নিহত হাবিবুল্লাহর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার মেয়ে টুনির কপালেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত হাবিবুল্লাহ কৃষিকাজ করতেন। সঙ্গে রাজমিস্ত্রি সহকারী হিসেবেও কাজ করতেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার কারণ জানার চেষ্টা করছে।