বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর দাবি, খালেদা জিয়াকে হাতের মুঠোয় রাখতেই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দিতে চায় সরকার। দ্রুত বিএনপি চেয়ারপার্সনের সুচিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেই চিকিৎসা নিয়ে মন্ত্রীরা বিভ্রান্তিকর মন্তব্য করছেন। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ২১ জুন সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসুচির ঘোষণাও দেন তিনি।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যখন পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে সরকার ও বিএনপি, ঠিক তখনই বিষয়টি স্পস্ট করতেই এই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।
এসময় রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সাথে নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গ টেনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় সরকার।
বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ না দেয়াকে সরকারের দুরভীসন্ধী বলেও মন্তব্য করেন তিনি। দলটির চেয়ারপার্সনের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসুচিও ঘোষনা করেন।
এসময় রাজশাহী বরিশাল ও সিলেট সিটি নির্বাচনের মনোনয়োন ফর্ম তোলা ও জমা দেয়ার সিডিউলও ঘোষনা করা হয়।