ব্যাংকার্সদের প্রতিভা বিকাশে এসএটিভি’র ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শো ব্যাংকার্স ভয়েসের মূলপর্ব শুরু হলো আজ। দুপুরে এসএ টিভির প্রধান কার্যালয়ে শুরু হয় মূলপর্বের ষ্টুডিও সেশন। এই পর্বে বাছাই রাউন্ড পার হওয়া অংশগ্রহণকারীরা পর্যায়ক্রমে বিচারকদের মুখোমুখি হয়। পরবর্তী ধাপ- গ্রুমিং সেশনে যাওয়ার প্রতিযোগিতা সামনে রেখে তৈরি হচ্ছেন এই পেশাজীবীরা।
দেশে এই প্রথম ভিন্নধর্মী রিয়েলেটি- শো” ব্যাংকার্স ভয়েস।
ব্যাংকারদের মধ্যে সংগীতে দক্ষদের প্রতিভা বিকাশে রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েসের আয়োজন করে এবং এসএ টেলিভিশন ও কিংবদন্তি মাল্টিমিডিয়া।
বিভাগীয় বাছাইপর্ব শেষে উত্তীর্ণ দু’শো জনের মধ্যে মূল পর্বের স্টুডিও সেশনে অংশ নেন ৫০ জন প্রতিযোগী।
এমন আয়োজনে নিজেদের প্রত্যাশার কথা জানান এই শৌখিন সঙ্গীতপ্রেমীরা।
এই উদ্যোগ থেকে মেধাবী ও প্রতিভাবান শিল্পী বেরিয়ে আসবে এমন আশা আয়োজকদের।
শিল্পীদের বৈচিত্রময় গানে আনন্দিত বিচারকরা। তারা জানান, এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখলে অসংখ্য কর্মজীবী প্রতিভাবান শিল্পী বেরিয়ে আসবে।
স্টুডিও সেশন থেকে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে।