২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বন্ড থেকে সুদের আয়ের ওপর কর অব্যাহতি ও লভ্যাংশ আয়ের ওপর আরোপিত উৎসে কর প্রত্যাহারসহ ছয় প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড–ডিএসই। রাজধনীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে’ ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহাম্মদ হাসান বাবু এ আহ্বান জানান। বলেন, এবারের বাজেটে ডিএসইর কোনো প্রাপ্তি নেই। পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে সরকারের সহায়তা চান তিনি।
রাজধানীর পল্টনের একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-ডিএসই।
এতে ডিএসই’র চেয়ারম্যান বলেন, এবারের বাজেটে পুঁজিবাজার কিছুই পায়নি। পুঁজিবাজারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে, নতুন বাজেটে ছয়টি প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। সরকারের সহায়তা পেলে পুঁজিবাজারই হবে উন্নয়নের প্রধান হাতিয়ার– এমনটাই মনে করেন অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু।