শিক্ষার মান নিশ্চিত করতে উচ্চশিক্ষার প্রতিটি স্তরে মুল্যায়ন ও তত্বাবধায়ন জোরদার করার তাগিদ দিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নবম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে, তিনি এই তাগিদ দেন।
অনুষ্ঠানে ২০১৬ ও ১৭ সালে, মৌলিক গবেষণধর্মী বই প্রকাশের জন্য ৩৫ জনকে ইউজিসির অ্যাওয়ার্ড তুলে দেন রাষ্ট্রপতি। এসময় তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার মান নিশ্চিত হচ্ছে না। শিক্ষার নামে বাণিজ্য মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আব্দুল হামিদ। শিক্ষার্থীদের সমসায়িক ইস্যু, মুক্তিযুদ্ধসহ পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞানদান করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।