ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন ঠেকাতে জেনেভায় বৈঠক
- আপডেট সময় : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইউক্রেনে যেকোনও মুহূর্তে মস্কো আগ্রাসন চালাতে পারে- এমন আশঙ্কায় জেনেভায় বৈঠক করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ। অন্যদিকে, রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন ঠেকাতে জেনেভায় আজ বৈঠকে বসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ। জেনেভায় ব্লিনকেন-ল্যাবরভের বৈঠক শুরুর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, মস্কোকে উত্তেজনা নিরসনের কূটনৈতিক উপায় জোরালো করার তাগিদ দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে ইউক্রেনে হামলা কিংবা আগ্রাসনের পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছে মস্কো। ধারণা করা হচ্ছে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখ সেনা সমাবেশ ঘটানো হয়েছে। পশ্চিমা সরকারগুলোর কাছে বেশ কয়েকটি দাবি তুলেছে রাশিয়া। এরমধ্যে রয়েছে ইউক্রেন কখনও ন্যাটো জোটে যোগ দিতে পারবে না এবং এই সামরিক জোটটির কার্যক্রম পোল্যান্ডসহ সদস্য দেশগুলোতে সীমিত করতে হবে।
বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, পশ্চিমের ‘পরীক্ষা’ নিতে গেলে রুশ নেতাকে ‘মারাত্মক মূল্য’ দিতে হবে।
অন্যদিকে, ইউক্রেইনে হামলা চললে রাশিয়ার ওপর ‘গুরুতর’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে ইইউ ইউক্রেইনকে একলা ছেড়ে দেবে না এবং চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন।