গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে ৫৪ তম ইজতেমার মুল আনুষ্ঠানিকতা।
ইতোমধ্যেই মুসুল্লীরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন। মুসুল্লীদের আগমনে ইজতেমা ময়দান কানায় কানায় ভরে উঠেছে। তাদের পদচারণায় এখন মুখর ইজতেমা ময়দান ও তার আশপাশের এলাকা। যোগ দিয়েছেন বিদেশী মেহমানরাও। ইজতেমার বিবাদমান দুই গ্রুপের সম্মতিতেই এবার ১৫, ১৬ এবং ১৭, ১৮ দুই দিন করে চারদিন ইজতেমা আয়োজন করা হয়েছে। মাওলানা যুবায়ের গ্রুপের অনুসারী ১৫ ও ১৬ এবং মাওলানা সা’দ আহমাদের অনুসারীরা ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারি ইজতেমা আয়োজন করছে। ইজতেমায় আগত মুসুল্লীদের নিরাপত্তায় নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আকাশ, নৌ এবং স্থলপথ ছাড়াও ইজতেমায় প্রবেশের প্রতিটি রাস্তায় ক্লোজ সার্কিট ক্যামেরা ও ময়দানের চারপাশে সু-উচ্চ ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তায় নেয়া হয়েছে নিবিড় পর্যবেক্ষণ ব্যবস্থা।