আফগানিস্তান সিরিজকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের অনুশীলন।কোচ চন্ডিকা হাথুরুসিংহসের অধীনে এদিনও লম্বা সময় ঘাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথমবার মিরপুরে ছিলেন সাকিব আল হাসানও তবে, ইনজুরির কারনে অনুশীলন অংশ নিতে পারেননি।
আশা আর যাওয়া। মাঝে কিছুক্ষণের জন্য ক্যামেরা বন্দি। হঠাৎ কি কারণে মিরপুরের হোম অব ক্রিকেটে সাকিব আল হাসান? কারণটা অজানা অনেকের। কেননা এখনও ইনজুরি থেকে সেরে উঠেননি বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয়। চোটের কারণে মাঠে বাইরে তো বটেই, এমন কি আফগানিস্তান বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান।
সাকিবের সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের কি কথা হয়েছে তা অজানা হলেও আফগানিস্তান সিরিজে যে সিরিয়াস বাংলাদেশ তা পরিস্কার। এদিন লঙ্কান কোচের অধীনে লম্বা সময় ঝড়িয়েছেন ক্রিকেটাররা। ব্যাটিংয়ে ছিলো আলাদা মনোযোগ। হাসান মাহমুদের ব্যাটিংও দৃষ্টি এড়ায়নি লঙ্কান কোচের। পর্যবেক্ষণ করলেন অনেকটা সময়। আফগান বধের পরিকল্পনা চলবে আরও কয়েকদিন। বুধবার একদিন বিরতি দিয়ে আবারও শুরু হবে পুরোদমে অনুশীলন।