Site icon SATV

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবি। সমগ্র মানবজাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। বিশ্বের মুসলমানরা দিনটিকে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন।

৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) মা আমিনার কোলে জন্ম নেন। ৬৩২ খ্রিষ্টাব্দের এ দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। পাকিস্তান থেকে আসা আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের নেতৃত্বে এই জুলুসে অন্তত ৫০ লাখ মানুষ অংশ নেন। তবে দেশে চলমান অস্থিরতা আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনায় নিয়ে অনেকটা সংক্ষিপ্ত করা হয়েছে জুলুসের আকার। এতে অংশ নেয়া ধর্মপ্রাণ মানুষদের প্রত্যাশা বিশ্বনবীর আদর্শে উজ্জীবিত হয়ে তারই জন্মদিনে শান্তি ও অসাম্প্রদায়িক পৃথিবী নির্মাণের লক্ষ্য অর্জনই তাদের প্রত্যাশা।

Exit mobile version