ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস (আইবিএএমএ) এবং ন্যাশনাল ইন্ডিয়ান ফাউন্ডেশনের (এফইউএনএআই) সশস্ত্র বাহিনী যৌথভাবে এই অপারেশন চালাচ্ছে। প্রশাসন জানিয়েছে, যে শ্রমিকেরা ওই অঞ্চলে অবৈধ খনিতে কাজ করেন, তারা অত্যন্ত গরিব। বহু পথ পেরিয়ে তারা সেখানে গিয়ে খনির ব্যবসায় জড়িয়ে পড়েন। পরিবেশের ক্ষতি করে এমন নানা ধরনের রাসায়নিক তারা ব্যবহার করেন সোনার খোঁজে। প্রশাসন এই অপারেশন শুরু করার পর জায়গায় জায়গায় তারাও প্রতিরোধ গড়ে তুলেছেন। এখনো পর্যন্ত একটি বিমান, একটি হেলিকপ্টার এবং একটি বুলডোজার ধ্বংস করা হয়েছে। প্রচুর বন্দুক এবং তেল বাজেয়াপ্ত করা হয়েছে। খনিশ্রমকদের কাছে বাইরে থেকে কোনো জিনিস যাতে পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা করা হয়েছে।
ইয়ানোমামি জনজাতি বিলুপ্তির পথে। তাদের বাঁচাতেই এই অপারেশন চালানো হচ্ছে বলে সরকারি সূত্র জানিয়েছে। বস্তুত, লুলার সরকার আসার পরেই অ্যামাজনের দিকে দৃষ্টি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। চলতি অপারেশন তারই ফলশ্রুতি বলে মনে করা হচ্ছে।
ডয়চে ভেলে